Header Ads

Header ADS

কাজকে ফাকি দিয়ে বাগেরহাট ভ্রমণ

স্বরণীয় বাগেরহাট ভ্রমণ


র্ষায় সবুজ সতেজ প্রকৃতি রাতে বৃষ্টি হওয়ার ফলে যেনো আরো বেশি চকচক করছে, হুলারহাট লঞ্চ ঘাট থেকে পিরোজপুর সদর পর্যন্ত রাস্তাটা মন কেড়ে নিলো, পিচঢালা মসৃন রাস্তা পাশেই বয়ে চলেছে বরিশালের ঐতিহ্যবাহী খাল, সেই খালে নৌকায় করে বিভিন্ন পন্য নিয়ে যাচ্ছে লোকজন, বাহারি সব নৌকার ছড়াছড়ি। কেউ হাতে বাওয়া নৌকা নিয়ে যাচ্ছে, কেউ ইঞ্জিনচালিত আবার কেউবা পাল তোলা। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম রায়েরকাঠি জমিদার বাড়ি, জরাজীর্ণ আর আমাদের অবহেলার স্মৃতি নিয়ে কোনো রকমে টিকে আছে শেষ চিহ্নটুকু তবে মঠের কিছু সংস্কার করা হয়েছে। খুব ভালোভাবেই শুরু হলো যাত্রা আস্তে আস্তে এগিয়ে চলছি আমরা আর প্রকৃতি দেখছি। গ্রাম্য পরিবেশ দুইপাশে গাছগাছালি পরিপূর্ণ মসৃন পিচঢালা রাস্তা। কিন্তু না বাকীপথ টুকু আর এতো মসৃন ছিলোনা। কচুয়া থানায় প্রবেশ করার পরে পথিমধ্যে ঘটে গেলো ভয়ানক দূর্ঘটনা, হঠাৎ সামনে থেকে বাস কে সাইড দিতে গিয়ে বাইক পরে গেলো,চোখের পলকে ঘটে গেলো সব, দুইজন ই রাস্তায় পরে গেছি বাইক চলে গেছে আমাদের রেখে দুই-তিন ফুট সামনে, আশেপাশের মানুষজন দৌড়ে চলে আসছে কিন্তু আমরা এখনো বুঝেই উঠতে পারছিনা কি হলো।

No comments

Theme images by sbayram. Powered by Blogger.